সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর এড়িয়ে চলতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। যেসব বিমানবন্দর থেকে ইয়েমেনের সাধারণ জনগণের উপর নির্মমভাবে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব সেসব বিমানবন্দরে এখন থেকে আক্রমণ করবে ইয়েমেন। এর প্রমাণ হিসেবে গত বুধবার এক ড্রোন হামলা পরিচালনা করেছে তারা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থির চিত্র প্রকাশ করা হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় চারটি ড্রোন অংশ নেয়। তিনি জানান, গতকাল (বুধবার) বিকেলে এই হামলা পরিচালিত হয়েছে। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। জেনারেল সারিয়ি জানান, সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে, গতকাল সকালের দিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মদ আল-বুখাইতি বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে এসব বিমানবন্দর এখন হুথি যোদ্ধাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এক টুইটার পোস্টে মুহাম্মাদ আল-বুখাইতি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সকে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি।” তিনি বলেন, ইয়েমেনিরা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু অন্যপক্ষ আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধ কখনই থামবে না। আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা স্পষ্ট করে বলেন, “আমরা যেমন শান্তির কথা বলছি, তেমনি যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছি।” সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি যোদ্ধারা ড্রোন হামলা চালানোর পর এসব কথা বললেন মুহাম্মাদ আল-বুখাইতি। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটও এই হামলার কথা নিশ্চিত করেছে। হুথি যোদ্ধারা বলছেন, আবহা বিমানবন্দরকে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সৌদি আরব ব্যবহার করে আসছে।
২০১৫ সাল থেকে সৌদি জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আরবের বিমানবন্দরে হুথি যোদ্ধাদের হামলার ঘটনায় আন্তর্জাতিক যাত্রীদের জন্য নির্ভয়ে চলাচল করা অসম্ভব হয়ে উঠল।
Leave a Reply