দুই সপ্তাহ আগে পণ্যবাহী জাহাজ মোজার্ট গালফ অব গিনিতে জলদস্যূদের আক্রমণের শিকার হয়েছিল। সেসময় জাহাজের ক্রুদের জিম্মি করে নিয়ে যায় তারা। অবশেষে ক্রুদের মুক্ত করে দিয়েছে জলদস্যূরা। জাহাজ পরিচালনাকারী সংস্থা বোরিয়ালিস ম্যারিটাইমের মতে, ১৫ জন তুর্কী নাবিকের সবাই নিরাপদ আছেন নাইজেরিয়ায়। দ্রুতই তারা বাড়িতে ফিরতে পারবেন।
মোজার্ট জাহাজে আক্রমণের ঘটনা ঘটেছিল ২৩ জানুয়ারি। সেসময় জাহাজটি নাইজেরিয়ার লাগোস থেকে দক্ষিণ আফ্রিকান শহর কেপ টাউনের দিকে যাচ্ছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, জলদস্যূদের আক্রমণ ছিল খুবই সুসংহত। খুব সহজেই তারা জাহাজের দখল নিয়েছিল। তাদের আক্রমণে আজারবাইজানের এক জন ইঞ্জিনিয়ার নিহত হন। জাহাজের ব্রিজের অনেক যন্ত্রপাতিও তারা নষ্ট করে দেয়।
জাহাজটি ছেড়ে যাওয়ার সময় জলদস্যূরা ১৫ জন ক্রু সঙ্গে করে নিয়ে যায়। বাকি তিন জনকে জাহাজ চালানোর জন্য রেখে যায়। তিন জন নাবিক জাহাজ নিয়ে গ্যাবনের বন্দরে যায়। তুর্কী জাহাজ মালিক বোডেন ডেনিজচিলিক জানিয়েছে, ক্রুদের জিম্মি করার পর পরই কিডন্যাপারদের সঙ্গে যোগাযোগ করা হয়। নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। নাবিকদের মুক্ত করতে তুর্কী কর্তৃপক্ষ একটি মধ্যস্থতাকারী সংস্থার সহযোগিতা নেয়।
বোরেয়ালিস বোডেনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা অফিসার এবং নাবিকদের ধন্যবাদ জানাই। তারা এ সময়ের মধ্যে সাহস ও ধৈর্য্যের সঙ্গে আমাদের উপর আস্থা রেখেছেন। তুরস্ক এবং নাইজেরিয়ার সরকার তাদের কর্মকর্তা এবং বিভিন্ন এজেন্সিকেও ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে বিভিন্নভাবে সমুদ্রে এবং তীরে সহযোগিতা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই।’
Leave a Reply