বরিশালে বাংলাদেশ বিমান বাহিনীর ‘র্যাডার ইউনিট’ এবং ‘হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউট’ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অনলাইনে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। তার অনুমতি নিয়ে বরিশালে এর ফলক উন্মোচন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
এ সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, নতুন অন্তর্ভূক্ত হওয়া র্যাডার বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চল এবং দেশের আকাশসীমার মধ্যে সনাক্তকৃত বিমানসমূহকে সঠিক দিক নির্দেশনা দিতে এবং তাদের চলাচল ও নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করতে সক্ষম হবে। নবনির্মিত হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউট বিমান বাহিনীর বৈমানিকদের উড্ডয়ন প্রশিক্ষনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এতে প্রশিক্ষন ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে এবং উড্ডয়ন নিরাপত্তাকে আরো দৃঢ় করবে।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply