২০১৯-২০ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামোর সার্বিক মূল্যায়নে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সার্বিক মূল্যায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৯৪.৭৫ নম্বর পেয়েছে। এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেন, ‘মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই অর্জন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জবাবদিহি, স্বচ্ছতা ও দক্ষতাভিত্তিক প্রশাসন তৈরির যে কার্যক্রম গ্রহণ করেছে তা বাস্তবায়নে শুদ্ধাচার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ফলে দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা যায়। মুজিববর্ষে মন্ত্রণালয়ের এই অর্জন অনন্য গুরুত্ব বহন করে।’ প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের এই অর্জনে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply