বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কানাডার ডিহ্যাবিল্যান্ড থেকে ক্রয়কৃত নতুন তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের দ্বিতীয়টি আগামী ২৪ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি ৪ মার্চ দেশে আসবে। এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার পর বিমান অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরো উন্নত সেবা দিতে সক্ষম হবে। গত বছরের ২৭ ডিসেম্বর প্রথম ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমানের বহরে যুক্ত হয়েছে।
গতকাল রাজধানীর ধানমণ্ডিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ধানমণ্ডি সেলস সেন্টারের বাণিজ্যিক সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমানের ধানমণ্ডির সেলস সেন্টার থেকে বিমানের সব গন্তব্যের টিকিট কেনার পাশাপাশি গ্রাহকরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত মুরগির মাংস, ডিম, মাছ, মৌসুমি শাক-সবজি, গরুর দুধ ও গরুর মাংস ক্রয় করতে পারবেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের এভিয়েশন শিল্পের বিকাশে পথপ্রদর্শক বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেবার মান নিশ্চিত করার পাশাপাশি বিমান তারুণ্যদীপ্ত বহরের মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপারেশনের পরিধি ধীরে ধীরে বাড়ছে।
Leave a Reply