মুনরো এবং বার্টহফ নামের দুটি জাহাজের নাবিকরা হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে প্রশান্ত মহাসাগরে।
৯ হাজার পাউন্ড ওজনের কোকেইন নিয়ে মহাসাগরের পথে যাত্রা করেছিল তিনটি বোট। সন্দেহ হওয়ায় মাছধরা জাহাজ মুনরো ও বার্টহফের ক্রুরা বোট তিনটিকে আটক করে। পরবর্তীতে প্রায় ১২৭৪ কোটি টাকার কোকেইন খুঁজে পায় সেসব বোটে। মুনরো মূলত মাছধরা জাহাজ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। যে কোনো বেআইনি কাজ প্রতিরোধ করার বৈধতা আছে তাদের। মুনরোর নাবিকরা আটককারী বোটের একটি কম্পার্টমেন্টে ১৩শত পাউন্ড কোকেইন খুঁজে পায়। এক ঘন্টা পর মুনরো আরও একটি বোটে অনুসন্ধান চালায়। সেই বোটটি মূলত সমুদ্রের নিরাপত্তায় নিয়োজিত একটি এয়ারক্রাফট খুঁজে বের করে। এই বোটেও প্রায় সাড়ে তিন হাজার পাউন্ড কোকেইন খুঁজে পায় মুনরোর ক্রুরা।
মুনরোর ক্যাপ্টেন ব্ল্যাক নোভাক বলেছেন, ‘মাত্র ৩১ ঘন্টার মধ্যে আমরা আমাদের ক্রুরা সাহসের সঙ্গে অভিযান পরিচালনা করে কার্টেল ভেঙ্গে দিয়েছে।’
বার্টহফ আরও একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে চার হাজার পাউন্ডের কোকেইন খুঁজে পায়। তিনটি ঘটনায় নয় হাজার পাউন্ডেরও বেশি পরিমাণে কোকেইন জব্দ করা হয়। নয় জন সন্দেহভাজন মাদকদ্রব্য পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি অভিযানে প্রায় ৭০ কোটি মার্কিন ডলারের মাদকদ্রব্য জব্দ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।
Leave a Reply