বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় কার্গো বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষে প্রয়োজনীয় আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ের।
চার বছর পর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি এয়ার কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাটি জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকারের কার্গো পরিবহনে বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত হয়।
২০১৬ সালে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ, মিসর, সোমালিয়া, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন থেকে সরাসরি এয়ার কার্গো পরিবহনে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
Leave a Reply