মানিকগঞ্জের ঘিওরে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ট্রাকচালক রাকিক হোসেন (২৩) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার পাচুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ফরিদপুরের কোতোয়ালি উপজেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এ সময় মহাসড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে চালক আটকে পড়ে। এ ছাড়া বাসের আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে চালকের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আল মামুন জানান, ঘটনাস্থলে এসে আটকা পড়া ট্রাকচালককে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। একই সঙ্গে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply