ছয় লাখ বিরানব্বই হাজার কোটি টাকা ব্যায়ে দীর্ঘ মেয়াদে সমুদ্র বন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে যাচ্ছে ভারত। মেরিটাইম ইন্ডিয়ান সামিটে এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ মোদী।
মোদী বলেন, ‘সাগরমালা মহাপ্রকল্পের অধীনে ৫৭৪টি প্রকল্প বাস্তবায়নে ৮২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এ প্রকল্প বাস্তবায়ন করতে ২০৩৫ সাল পর্যন্ত সময়ের প্রয়োজন হবে।’ তিনি আরও জানিয়েছেন, ৪০০টি প্রজেক্টে ব্যয় আরও ৩০ বিলিয়ন মার্কিন ডলার বাড়তে পারে। এসব প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদী। তিনি বলেন, ‘আমরা প্রাইভেট সেক্টরকে সাগরমালা প্রজেক্টে ইনভেস্ট করার আহ্বান জানাই। আমাদের বন্দরে ইনভেস্ট করুন। আমাদের মানুষের জন্য ইনভেস্ট করুন। ভারতকে বাণিজ্যের কেন্দ্রে পরিণত করুন। ভারতের বন্দরকে আপনার পছন্দের ট্রেড এনড্ কমার্স বন্দরে পরিণত করুন।’
এ মহাপরিকল্পনার আওতায় ভারত বন্দরগুলোতে পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে। মোদী এছাড়াও তার সরকারের পরিকল্পনার কথা জানান। ভারতের ভিতরে নৌ চলাচল ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হবে বলে জানান তিনি। ২০৩০ সালের মধ্যে ভারতে অন্তত ২৩টি নৌরুট চলচলের ব্যবস্থা করবেন বলে জানিয়েছে মোদী।
বর্তমানে বিশ্বের শিপ ডিমোলিশন মার্কেটের ৩০ শতাংশই নিয়ন্ত্রণ করে ভারত। শিগগিরই এটা ৫০ শতাংশে উন্নীত হবে বলে জানিয়েছেন ভারতের পোর্ট, শিপিং ও ওয়াটারওয়ে মিনিস্টার মানসুখ মানদাবিয়া।
Leave a Reply