1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে

চট্টগ্রাম বন্দরে জাহাজজট : কনটেইনার জাহাজ বার্থিং পেতে ৫-৬ দিন বিলম্ব

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কনটেইনার জাহাজের বার্থিং পেতে বিলম্বের কারণে বিপাকে পড়ছে আমদানিকারক ও শিপিং এজেন্টরা। কোনো কোনো জাহাজকে বন্দরে আসার পর বার্থিংয়ের জন্য পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত বহির্নোঙরে অপেক্ষা করতে হচ্ছে।
একাধিক শিপিং এজেন্টের সঙ্গে আলাপ করে জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কাজের গতিশীলতা কমে যাওয়ায় প্রায় দুই মাস কলম্বো সমুদ্র বন্দরে বড় ধরনের কনটেইনার জটের কবলে পড়েছিল চট্টগ্রাম বন্দরমুখী অসংখ্য আমদানি পণ্যের কনটেইনার। সেখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত এক মাস ধরে এসব কনটেইনারবাহী জাহাজ একের পর এক চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করলে এসব জাহাজ যথাসময়ে বার্থিং দিতে হিমশিম খাচ্ছেন বন্দর কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, মাত্র চার মাস আগেও বিভিন্ন সময় বহির্নোঙর কনটেইনার জাহাজশূন্য থাকতে দেখা গেছে। আর গত বুধবারের পরিসংখ্যানে দেখা যায়, বন্দরে ২৫টি কনটেইনার জাহাজের মধ্যে ১৪টি বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে বহির্নোঙরে। আর জেটিতে কনটেইনার খালাসের কাজ চলছিল ১১টিতে। এদিন বন্দরে বিভিন্ন পণ্য নিয়ে আসা ৯২টি জাহাজের মধ্যে জেটিতে ছিল ২৩টি ও বহির্নোঙরে ৬৯টি।
বন্দর সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দর জেটিতে একসঙ্গে ৯ থেকে ১১টা পর্যন্ত কনটেইনার জাহাজ বার্থিং দেওয়ার সুযোগ রয়েছে। তাই একসঙ্গে বেশি জাহাজ চলে এলে জাহাজগুলোর বার্থিং পেতে বিলম্ব হয়।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক আজমীর হোসাইন চৌধুরী বলেন, ‘কলম্বো বন্দরে যখন জট সৃষ্টি হয়েছিল তখন জাহাজের সংখ্যা কম থাকায় চট্টগ্রাম বন্দরে দুই থেকে তিন দিনের মধ্যে বার্থিং পাওয়া যেত। কলম্বো বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর এখানে কনটেইনার জাহাজের বার্থিং টাইম পাঁচ-ছয় দিন বিলম্ব হচ্ছে। এতে আমদানিকারক ও শিপিং এজেন্ট উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
তবে বার্থিং সময় গড়ে দুই-তিন দিনের মধ্যে রয়েছে দাবি করে চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম বলেন, ‘সুনির্দিষ্ট কারণে কোনো জাহাজ বার্থিংয়ে কিছুটা বিলম্ব হতে পারে। যেমন বেশি গভীরতার জাহাজ হলে কিংবা গিয়ারলেস জাহাজ হলে সেগুলো নির্দিষ্ট জেটি খালি থাকা সাপেক্ষে বার্থিং দেওয়া হয়। আমাদের হিসাবে এখন গড়ে জাহাজের বার্থিং টাইম দুই থেকে তিন দিনের মধ্যে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT