ফাল্গুনের শেষে এসে মৌসুমের প্রথম ঝড়ো হাওয়ার কবলে পড়ে ঢাকা থেকে সিলেটমুখী নভোএয়ারের একটি উড়োজাহাজ।সওই ফ্লাইটের যাত্রীরা জানান, ঝড় শুরু হলে উড়োজাহাজটিতে তীব্র ঝাঁকুনি শুরু হয়।
প্রায় ৫ মিনিট ধরে এমন ঝাঁকুনি দিতে থাকে উজোজাহাজটি। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করে উচ্চস্বরে দোয়া দরুদ পড়তে থাকেন।
শমিবার নভোএয়ারের ওই ফ্লাইটে সিলেটে আসেন সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে নভোএয়ারের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।
উড্ডয়নের ১৫ মিনিট পরই শুরু হয় ঝড়। এতে উজোজাহাজটিতে ঝাঁকুনি শুরু হয়। এনামুল হক বলেন, প্রায় ৫-৭ মিনিট এরকম ঝাঁকুনি ছিল।
এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে সৃষ্টিকর্তার নাম নিতে থাকেন। তবে কোনো বিপদ ছাড়াই ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
Leave a Reply