ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। গতকাল শনিবার দুপুরে বন্দরটি পরিদর্শনে এসে তিনি বলেন, এটি বন্দর ঘোষণা হলেও এর তেমন উন্নয়ন হয়নি। আমি দেখে গেলাম। আসা করছি, দ্রুত নদীর নাব্য সংকট নিরসনসহ বন্দরের রাস্তাঘাটের উন্নয়ন হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন হা-মীম গ্রুপের পরিচালক মো. বেলাল হোসেন, বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিযান) কাজী ওয়াকিল নেওয়াজ, পরিচালক (নৌপথ) শাহজাহান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রেজিং) রফিকুল ইসলাম তালুকদার, উপ-পরিচালক (বন্দর, আরিচা) মাসুদ পারভেজ, সহকারী পরিচালক ফরিদুল ইসলাম, উপ-পরিচালক মাহফুজ মোল্যা, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, বন্দরের ব্যবসায়ী মজিবুর রহমান প্রমুখ।
Leave a Reply