বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়ার পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হতে যাচ্ছে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের। আগামীকাল মঙ্গলবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের লেনদেন কোড হবে খজইউখ এবং কোম্পানি কোড হবে ১৫৩২৩। সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে ১০ শতাংশ ছাড়ে প্রতি শেয়ার ২৭ টাকা দরে বরাদ্দ দেয় কোম্পানিটি।

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের পর অবশিষ্ট শেয়ারের বরাদ্দ দিতে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের আইপিও আবেদন গ্রহণ করে। বুক বিল্ডিংয়ের নিলামে কোম্পানিটির শেয়ারের প্রান্ত-সীমা মূল্য (কাট-অফ প্রাইস) নির্ধারণ হয় ৩০ টাকায়। বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার ইস্যু করে টাকা উত্তোলন করে কোম্পানিটি। আইপিও শেয়ারের বরাদ্দ শেষে গত ১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয় লুব-রেফ।

লুব-রেফ বাংলাদেশ আইপিওতে ১৫০ কোটি টাকা উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ (নতুন যন্ত্রপাতি ক্রয় ও প্রতিস্থাপন), ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
Leave a Reply