গালফ অব গিনি যেনো জলদস্যূদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক আক্রমণ করেই যাচ্ছে তারা। নির্বিঘ্নে অপহরণ করছে নাবিকদের। আরও একবার জলদস্যূরা আক্রমণ করল জাহাজে। এবার নেদারল্যান্ডসের একটি ট্যাঙ্কারে আক্রমণ করে ১৫ জন নাবিককে অপহরণ করেছে জলদস্যূরা।
ডি পোলি জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি জানিয়েছে, পশ্চিম আফ্রিকার গালফ অব গিনিতে জলদস্যূরা আক্রমণ করে ১৫ জন নাবিককে অপহরণ করেছে। ট্যাঙ্কারটি ক্যামিক্যাল বহন করছিল। ছয় জন নাবিক অক্ষত অবস্থায় জাহাজে আছেন। বর্তমানে নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ট্যাঙ্কারটি। ডেভিড বি নামেরে জাহাজটি বেনিনের কতুনোর ২১০ নটিক্যাল মাইল দক্ষিণে থাকা অবস্থায় জলদস্যূরা আক্রমণ করে। বৃহস্পতিবার (১১ মার্চ) গ্রিনিচ মান সময় বিকাল তিনটায় এক আক্রমণের ঘটনা ঘটে।
ডি পোলি জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি বর্তমানে অপহৃত নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাদেরকে নিরাপদে সম্ভাব্য দ্রুত সময়ে উদ্ধার করাই এখন কোম্পানির প্রধান কাজ বলে জানানো হয়েছে। নাবিকদের অপহরণের ঘটনার পর থেকেই ডি পোলি অপহৃত নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করছে।
ডেভিড বি ট্যাঙ্কারটি ২০১৬ সালে তৈরী করা হয় ক্যামিক্যাল পরিবহনের জন্য। বাণিজ্যিক ভিত্তিতে ক্যামিকেল নিয়ে জাহাজটি লাটভিয়ার রিগা থেকে নাইজেরিয়ার লাগোসে যাতায়াত করে। ডি পোলি বর্তমানে আর কোনো তথ্য সরবরাহ করছে না নাবিকদের নিরাপত্তার স্বার্থে।
Leave a Reply