গ্রীসের কোরফু সমুদ্র বন্দরে নোঙ্গর করা অবস্থায় আগুন লেগে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে একটি প্রমোদতরী। এমএসসি লিরিকা নামক এ প্রমোদতরীতে শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় আগুন লাগার ঘটনাটি ঘটে। শুরুতে জাহাজের নাবিকরা অগ্নিনির্বাপক অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তী স্থানীয় ফায়ার সার্ভিসের জনবলও এতে যোগ হয়। ফায়ার সার্ভিসের ১৩টি গাড়ি সেখানে যায়। পাশাপাশি একটি বোটও আগুন নেভানোর কাজে নেমে পড়ে। গ্রিক নেভির বিশেষজ্ঞরাও দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। মেরিটাইম এক্সিকিউটিভের প্রতিবেদনে জানানো হয়, টানা সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
Leave a Reply