দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন রক্ষায় সরকার সম্ভাব্য সব কিছু করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি জানান, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পত্রিকায় নিয়মিত গণবিজ্ঞপ্তি প্রকাশসহ বিভিন্নমুখী সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জনগণের সহযোগিতা ছাড়া সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা কষ্টসাধ্য। তাই দেশের এই অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত দ্বীপটি রক্ষায় সরকারের বিধি-নিষেধ প্রতিপালনে তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। গতকাল শুক্রবার সেন্ট মার্টিন রক্ষায় করণীয় নির্ধারণে সেন্ট মার্টিন মেরিন পার্ক সেন্টারে আয়োজিত বিশেষ মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।
Leave a Reply