গোপালগঞ্জে বাসচাপায় মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বিজয়পাশা গ্রামের মো. ইউসুফ ফকিরের স্ত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানার কাশিয়ানী অঞ্চলের ট্রাফিক ইন্সেপেক্টর আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানিয়েছেন, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় ঘাতক বাস ও চালক রবিউলকে আটক করা হয়েছে। পরে পরিবোরের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
Leave a Reply