রাজশাহীর তানোর উপজেলার তালোন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুর ক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান (এস২-এ জি জি) আছড়ে পড়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে আড়াদীঘি লালপুর এলাকায় বিমানটি আছড়ে পড়ে। এতে বিমানে থাকা দুজন শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজ আহত হন। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।
তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, এস২-এ জি জি মডেলের বিমানটি বিকট শব্দে একটি আলু ক্ষেতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও দমকল কর্মীদের জানাই। তাদের সঙ্গে ঘটনাস্থলে এসেছি।
Leave a Reply