ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যোগ দিতে আরো একটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আজ ২০ মার্চ, শনিবার দেশে পৌঁছাবে। নতুন যোগ দিতে যাওয়া এটিআরসহ ইউএস-বাংলার এয়ারক্রাফটের সংখ্যা হবে চৌদ্দটি। যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ। ফ্রান্সের এটিআর কোম্পানি থেকে সরাসরি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে যোগ দিবে ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, আরব আমিরাত ও ভারত হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আজ শনিবার রাতে অবতরণ করবে।
নতুন যুক্ত হতে যাওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। যাত্রীরা আরামে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারবে।
Leave a Reply