দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা বিমানের বহরে যুক্ত হলো ৭ম ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ বিমান। শনিবার রাত ৮ টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ব্র্যান্ড নিউ বিমানটি বহরে যোগ দেয়ায় বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ার ক্র্যাফটের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪টিতে।
নতুন যুক্ত হওয়া এয়ারক্র্যাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ ও পরিচালক মানব সম্পদ মুসা মোল্লাহ।
ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের আহমেদাবাদ হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে।
Leave a Reply