বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত তফসিলে বলা হয়, আজ ২১ মার্চ থেকেই মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২০২১-২০২২ মেয়াদে এসোসিয়েশনের ১৭টি কার্যনির্বাহী পদের নেতৃত্ব নির্বাচনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত সিডিউল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৩০ মার্চ, প্রার্থী তালিকা প্রকাশ ২ এপ্রিল, আপিলের শেষ তারিখ ২ এপ্রিল, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩এপ্রিল, ফল ঘোষনা ১৪ এপ্রিল। মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে এসোসিয়েশনের চট্টগ্রামের প্রধান কার্যালয় ও ঢাকা অফিস থেকে।
Leave a Reply