একটি বৃহদাকারের কন্টেইনার জাহাজ সুয়েজ খালে আটকা পড়েছে। এরফলে অন্যান্য জাহাজও সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর থেকে আরব সাগরে আসতে পারছে না। সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে ৪০০ মিটার দীর্ঘ দুই লাখ ২৪ হাজার টন ধারণক্ষমতার কন্টেইনার জাহাজ আটকা পড়ে সুয়েজ খালে। ঝড়ো বাতাস এবং ধুলি ঝড়ের কারণে জাহাজটি নড়তে পারছিল না।
এভার গ্রিন নামের এই জাহাজটির কারণে সুয়েজ খালে বড় ধরণের ট্র্যাফিক জ্যাম দেখা দিয়েছে। সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ায় আসার সবচেয়ে সংক্ষিপ্ত রুটটি জ্যামের কবলে থাকায় শিপমেন্ট সময়মতো পৌঁছা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই অচলাবস্থা দূর করতে এরই মধ্যে মিশরীয় কর্তৃপক্ষ খালটির পুরনো চ্যানেল খুলে দিয়েছে। বাণিজ্যিক জাহাজের ১২ শতাংশই চলাচল করে সুয়েজ খাল দিয়ে।
এভার গ্রিন জাহাজটি ২০১৮ সালে তৈরী করা হয়। জাহাজটি পরিচালনা করছে তাইওয়ানিজ ট্র্যান্সপোর্ট কোম্পানি এভারগ্রিন মেরিন। জাহাজ পরিচালনাকারী সংস্থা বার্নহার্ড শাটল শিপম্যানেজমেন্ট থেকে শুরুতে জানানো হয়েছিল, জাহাজটি ধীরে ধীরে ভাসতে শুরু করেছে। কিন্তু বিশেষজ্ঞরা এখন বলছেন, দিন কয়েক লাগবে জাহাজটিকে নিরাপদে সরানোর জন্য।
Leave a Reply