ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ যাত্রী। নিহতরা হলেন- ঝালকাঠির আক্তার হোসেন ও মুন্সীগঞ্জের ইদ্রিস আলী। বুধবার (২৪ মার্চ) রাত ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধুপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিএম পরিবহনের এক যাত্রী জানান, বেনাপোল থেকে বরিশালগামী জিএম পরিবহনের চালক চোখে ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাচ্ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে। চালক সাত্তার ও তার সহকারী আল আমিনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply