কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ কার্যকর করেছে জেলা প্রশাসন। তবে অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত সার্ভিস ট্রলারগুলো স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, স্বাভাবিকভাবে প্রতিবছর ৩১ মার্চ পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল করে থাকে। এই সময়সীমা ১৫ দিন বাড়ানোও হয়ে থাকে । কিন্তু করোনার কারণে এবার স্বাভাবিক নিয়মে গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে জাহাজ চলাচল।
অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় (বিআইডব্লিউটিএ) টেকনাফে স্টেশনের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন জানান, গত বছরের ১২ নভেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছিল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনুমতি থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনে ছিল- বে-ক্রুজ, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, গ্রীন লাইন-১, এমভি পারিজাত, এমভি অ্যাটলান্টিক ক্রুজ, এমভি ফারহান-১ ও এমভি শহীদ সালাম। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেন্টমার্টিন নৌপথে এসব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply