পূর্ব তাইওয়ানে টানেলের ভিতরে একটি ট্রেন লাইনচ্যূত হয়েছে। এতে অন্তত কয়েক ডজন যাত্রী নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।
আজ (শুক্রবার) ৪০৮ তারোকো এক্সপ্রেস ৩৫০ জন যাত্রী নিয়ে হুয়েলিন কাউন্টির কিনশুই টানেলে লাইনচ্যূত হয়। তাইওয়ানের ট্রান্সপোর্ট মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অন্তত ৩৬ জন যাত্রী নিহত হয়েছে। পাশাপাশি আহত ৪৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। ট্রেনের দুটি কম্পার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে।
তাইওয়ানের ফায়ার সার্ভিস বিভাগ এবং মিলিটারির অন্তত ১৫০ জন উদ্ধারকর্মীকে নিয়োগ করা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে। দেশটির প্রেসিডেন্ট ইঙ ওয়েন বলেছেন, জরুরী সার্ভিস পুরোপুরি কাজে লাগানো হয়েছে। এই ভয়ানক দুর্ঘটনা থেকে যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
ফায়ার বিভাগ থেকে জানানো হয়েছে ট্রেনের প্রথম চারটি ক্যারিজ থেকে ৮০-১০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৫ নম্বর থেকে আট নম্বর পর্যন্ত চারটি ক্যারিজে প্রবেশ করতে পারছেন না ফায়ার সার্ভিসের লোকেরা।
ট্রেনটি তাইতুঙের উদ্দেশ্যে ভ্রমণ করছিল। দেশটিতে ছুটির দিন থাকায় বেশিরভাগ মানুষই সেই ছুটি উপভোগ করতে ভ্রমণ করছিলেন।
তাইওয়ানে এর আগেও ট্রেন দুর্ঘটনা হয়েছে। ২০১৮ সালে এক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছিল। পাশাপাশি ১৭৫ জন আহত হয়েছিলেন।
Leave a Reply