দেশজুড়ে লকডাউনের সময় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। শনিবার এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগে করোনা সংক্রমণের প্রথম ধাপ চলাকালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করা হয়েছিল। কয়েক মাস পর বিভিন্ন রুটে স্বাস্থ্যবিধি মানার শর্তে তা চালু হয়।
এবার লকডাউনের বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্তর্জাতিক রুট সচল থাকবে বলে তিনি জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণার সরকারি সিদ্ধান্তের কথা জানান। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিওবার্তায় লকডাউন পরিকল্পনা নিয়ে সামান্য আভাস দেন।
তিনি বলেন, লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্প-কলকারখানা খোলা থাকবে, যাতে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে পারেন।
Leave a Reply