রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় ভ্যানচালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রসুন বিক্রি করতে ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন তারা। পথে উপজেলার সেনভাগ সড়কে এই হতাহতের ঘটনা ঘটে। দু’জন ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
Leave a Reply