বাংলাদেশ থেকে সকল আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে জরুরি, কার্গো ও স্পেশাল ফ্লাইট চলাচল করবে। বেবিচক কর্মকর্তারা জানান, করোনা মহামারির ঊর্ধ্বগতি প্রতিরোধে বুধবার থেকে দ্বিতীয় দফায় দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে।
এ কারণে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয় বেবিচক। এর আগে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। এবার দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করল বেবিচক।
এ ব্যপারে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি, কার্গো ও স্পোশাল ফ্লাইট চলবে।
Leave a Reply