চলমান লকডাউনে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরত পাঠাতে পাঁচ দেশের আট গন্তব্যে আগামী শনিবার সকাল ৬টা থেকে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে প্রবাসে বাংলাদেশীদের কর্মস্থলে ফেরাতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবী, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিংগাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শনিবার সকাল ৬টা থেকে এসব গন্তব্যে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
যাত্রীদের করোনাভাইরাস নেগেটিভ সনদসহ যাত্রার ছয় (ছয়) ঘন্টা আগে বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন্য বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
রিয়াদগামী শনিবারের স্পেশাল ফ্লাইট বিজি ৫০৩৯ ভোর ৪টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিস্তারিত তথ্যের জন্য যে কোনো বিমান সেলস অফিস অথবা বিমান কল সেন্টারে (নম্বর: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭) যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
ইউএস-বাংলার ফ্লাইট ৪ গন্তব্যে : ইউএস-বাংলা এয়ারলাইন্স শনিবার থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল নির্দেশনা মেনে সপ্তাহে ৯টি ফ্লাইট ঢাকা থেকে দুবাই, ৭টি ফ্লাইট ঢাকা থেকে মাস্কাট, ৪টি ফ্লাইট ঢাকা থেকে দোহা ও একটি ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুরে পরিচালনা করবে।
এতে বলা হয়, সরকারের নির্দেশনায় সকল আন্তর্জাতিক রুটের যাত্রীদের ভ্রমণের ৭২ ঘন্টা পূর্বে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ ফ্লাইটের তথ্য পেতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply