লকডাউনে কর্মহীন এক হাজার ২০০ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ। নিজস্ব অর্থায়নে গতকাল রোববার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে চাল, আলু, তেল, ডাল ও পেঁয়াজ বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী পেলেন কর্মহীন ১২০০ পরিবহন শ্রমিক
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রোববার কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ- সংগৃহীত
অনুষ্ঠানে এনায়েত উল্যাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে গণপরিবহন বন্ধ রয়েছে। দেশের সব পরিবহন মালিক, মালিক সমিতি, পরিবহন কোম্পানির নেতাদের অনুরোধ জানাই, শ্রমিকদের এমন দুর্দিনে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ান। এ সময় তিনি শ্রমিক সংগঠনগুলোর কাছে শ্রমিকদের দু’বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানান।
করোনাকালে স্বাস্থ্যবিধি মানতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন রক্ষায় সরকার জীবিকা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। স্বাস্থ্যবিধি মানলে করোনা দূর হবে। যত দ্রুত করোনা নিয়ন্ত্রণ হবে, তত দ্রুত সব কিছু খুলবে। শ্রমিকরা আবার কাজে ফিরতে পারবেন।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকরা কাজ করলে বেতন পায়, না করলে পায় না। তখন অনেকেই না খেয়ে থাকেন। লকডাউনের মধ্যেও প্রতিটি টার্মিনালে শ্রমিকদের জন্য রান্না করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিবহন নেতা ও মালিকরা পাশে থাকলে শ্রমিকরা কেউ আর না খেয়ে থাকবেন না।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরু, কার্যকরী সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ সদু, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক প্রমুখ।
Leave a Reply