দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) এই সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির যোগাযোগ বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাস। এর আগে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছিল যে, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।
করোনা মোকাবিলার ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কমিটির সেক্রেটারি ডা. তালাল আল-তুওয়াইজরিও ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সৌদিয়া এক টুইট বার্তায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। টুইটে কয়েকটি স্যুটকেসের ছবি দিয়ে সৌদিয়া জানিয়েছে, আপনি কি আপনার ব্যাগ গুছিয়েছেন?
করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর গত ডিসেম্বরে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞারোপ করে সৌদি।
এর আগে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিলেও করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।
করোনা ভাইরাস মোকাবিলার ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কমিটির সেক্রেটারি ডা. তালাল আল-তুওয়াইজরি জানান, আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু করার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে। তিনি বলেন, ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সব ধরনের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সব বিষয় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেয়া হবে।
একি টিভি অনুষ্ঠানে যোগ দিয়ে আল-তুওয়াইজরি ফ্লাইট চালু হলেও জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ভ্রমণ না করার আহ্বান জানান। এছাড়া ভ্রমণের শর্ত হিসেবে টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
Leave a Reply