আগামী বছর বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে টয়োটা। দুটি পুরোপুরি বৈদ্যুতিক মডেল হবে, আর একটি হবে প্লাগ-ইন হাইব্রিড। আগামী ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হতে চাইছে জাপানি এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ২০২৫ সালের শেষ নাগাদ বৈশ্বিকভাবে ৭০টির মতো বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে টয়োটার। আপাতত ‘কনসেপ্ট কার’ পর্যায়ে থাকলেও টয়োটা শিগগিরই এটিকে রাস্তার নিয়ে আসবে। জাপানে ও চীনে এর উৎপাদন শুরু হচ্ছে। টয়োটা আশা করছে, ২০২২ সালের মধ্যবর্তী সময় নাগাদ বিজেড৪এক্স বিক্রি শুরু করবে তারা। সূত্র : বিবিসি।
Leave a Reply