পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টসের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ৫১৯ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৭.৬৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬.০৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ৩১.৬০ টাকা বা ৫১৯ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১.৮৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.৭১ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফাা ২৮.১৮ টাকা বা ৭৬০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৩.১৪ টাকায়।
Leave a Reply