চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বাল্কহেড থেকে পাঁচজন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
বন্দর সূত্রে জানা গেছে, পাথরবোঝাই করে ‘এমভি পিংকি’ নামে একটি বাল্কহেড চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাচ্ছিল। এরই মধ্যে বন্দর থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ এটির ইঞ্জিন বিকল হয়ে একটি মার্চেন্ট শিপের চেইনের সঙ্গে ধাক্কা লাগে। এরপর বাল্কহেডটি ডুবতে শুরু করলে কোস্টগার্ডের একটি স্পিড বোট দ্রুত গিয়ে পাঁচ নাবিককেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পূর্ব জোনের লে. আবদুর রউফ বলেন, বাল্কহেড ডুবির সংবাদ পেয়েই দ্রুত একটি স্পিড বোট পাঠিয়ে ৫ নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে।
Leave a Reply