বিআরটিএতে বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর দাবি জানিয়েছে রিকন্ডিশন্ড যানবাহন আমদানিকারক ও ডিলারদের সংগঠন বারভিডা। বৃহস্পতিবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সমুদ্রবন্দর, কাস্টম হাউস এবং ব্যাংক খোলা থাকায় বারভিডা সদস্যরা তাদের আমদানি করা গাড়ি ছাড় করছেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে। কিন্তু বিআরটিএ বন্ধ থাকায় গাড়ির ক্রেতারা গাড়ি রেজিস্ট্রেশন করতে পারছেন না এবং ‘নম্বর’ না পাওয়ায় গাড়ি ব্যবহার করতে পারছেন না। অথচ বর্তমান লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতারা জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারতেন। আর গাড়ি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারও কাঙ্ক্ষিত রাজস্ব পেতে পারত।
এ অবস্থায় অন্যান্য সেবা সংস্থার মতো বিআরটিএ সীমিত পর্যায়ে খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার স্বার্থে বারভিডা বিআরটিএতে বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে। সংগঠনটি আশা করছে, রাজস্ব প্রাপ্তি, ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হবে।
Leave a Reply