জাপানের কোবে বন্দর থেকে রওনা দেওয়ার পর রোববার (৯ মে) মেট্রোরেলের ছয়টি কোচ নিয়ে বন্দরের জেটিতে ভিড়বে জাহাজ। মেট্টোরেলের দ্বিতীয় চালান এটি। রেলিজ পতকাবাহী বিদেশি জাহাজ ‘এম ভি ওশান গ্রেস’ নামের জাহাজে এ চালান আসছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড। জানা গেছে, ছয়টি কোচের ওজন ২৬৭ মেট্রিক টন।
ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, প্রথম চালানের ছয়টি বগির ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আগামী ১১ মে (মঙ্গলবার) প্রথম চালানের বগিগুলো আনুষ্ঠানিকভাবে ডিপো এলাকায় গণমাধ্যমকর্মীদের সামনে উন্মুক্ত করা হবে। দ্বিতীয় চালানে ছয়টি বগি আসছে। তার আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে নোঙর করে ‘এসপিএম ব্যাংকক’। ওই ছয়টি বগি ঢাকায় প্রকল্প এলাকার ডিপোতে এসে পৌঁছেছে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড এসব বগি তৈরি করছে। বগিগুলো আমদানি করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের সবমিলে ১৪৪টি বগি মোংলা বন্দর দিয়ে আসবে বলে ডিএমটিসিএল সুত্রে জানা গেছে।
Leave a Reply