মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট (ছয় বগিতে এক সেট) ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে মেট্রোরেলের এক সেট ট্রেন ঢাকায় আসে গত ২১ এপ্রিল। মঙ্গলবার (১ জুন) রাতে ট্রেনটি নদী পথে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো সংলগ্ন তুরাগ নদী ঘাটে এসে পৌঁছায়। আজ বুধবার খালাস শুরু হবে। মেট্রোরেল প্রকল্পের বাস্তায়ননকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম, এ, এন, ছিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল থেকে ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রোরেল (এমআরটি-৬) পথে মোট পাঁচ সেট ট্রেন চলবে। তৃতীয় ও চতুর্থ সেট আগস্টে এবং পঞ্চম সেট আসবে সেপ্টেম্বরে। বিদ্যুৎচালিত প্রতি সেটে বগি থাকবে ছয়টি করে।
প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এমআরটি-৬ এ স্টেশন থাকবে ১৬টি। তিনটি প্যাকেজে মেট্রোরেলের কাজ চলছে। প্রায় ১৫ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ কাজ শেষ হয়েছে।
আগামী ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার মেট্রোরেল ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে আশা করা হচ্ছে।
Leave a Reply