বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ীতে ধূমপায়ী পরিবহন শ্রমিকদের ধূমপান ত্যাগের শপথবাক্য পাঠ করা হয়েছে। ‘মুজিববর্ষে শপথ করি তামাক ও ধূমপানমুক্ত দেশ গড়ি’, ‘মুজিববর্ষের অঙ্গীকার তামাক ও ধূমপান করব পরিহার’ স্লোগান সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। আজ সোমবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম ৫০ জন ধূমপায়ী ব্যক্তিকে ধূমপান না করার শপথবাক্য পাঠ করান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার আব্দুল্লাহ আল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটোন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, রিকশা ও ভ্যানচালক সমিতির উহাব আলী সরদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকে ধূমপান করেন। যিনি ধূমপান করেন শুধু যে তার ক্ষতি হচ্ছে তা না, তার আশেপাশের মানুষেরও ক্ষতি হচ্ছে। তাছাড়া ধূমপানের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তা পরিবেশের জন্যেও ক্ষতিকর।
তিনি আরও বলেন, যেকোনো নেশাজাতীয় দ্রব্য শুধু স্বাস্থ্যগত ক্ষতিই করে না, আর্থিকভাবেও মানুষকে বিপর্যস্ত করে তোলে। প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপানমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
Leave a Reply