1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

নিমসার-বরুড়া সড়কের আড়াই কিলোমিটারেই যত দুর্ভোগ

বুড়িচং প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

বৃষ্টির পানি আর কাদায় একাকার কুমিল্লার নিমসার-বরুড়া সড়কের নিমসার বাজার এলাকা -সমকাল
কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজার থেকে পার্শ্ববর্তী বরুড়া উপজেলা সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টির পানি জমার পর দূর থেকে দেখলে এসব গর্তকে ছোটখাটো ডোবা মনে হয়। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়ক এখন স্থানীয়দের কাছে ‘মরণ ফাঁদ’ নামে পরিচিত। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন ও বিভিন্ন ছোট-বড় যানবাহন। যদিও সওজ কর্তৃপক্ষ বলছে, এ সড়কের টেন্ডার হয়ে কাজ চলমান আছে।

সওজ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাঁচাবাজার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে বরুড়া উপজেলা সদর পর্যন্ত রাস্তা আছে সাড়ে ১৩ কিলোমিটার। সওজ এরই মধ্যে ১১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ করেছে। কিন্তু নিমসার কাঁচাবাজারের দক্ষিণ পার্শ্বে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সড়কের এই অংশ এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে।
সরেজমিন গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সবজি ক্রয়-বিক্রয় করতে এই সড়ক দিয়ে আশপাশের এলাকা থেকে ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। কিন্তু প্রায় দুই বছর ধরে সড়কটির বেশ কিছু অংশ মেরামত না করায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও বর্ষায় চলাচলের সময় ট্রাক, রিকশা, ভ্যানগাড়িসহ বিভিন্ন পণ্য ও যাত্রীবাহী যানবাহন গর্তে উল্টে ঘটছে অহরহ দুর্ঘটনা।
স্থানীয় ব্যবসায়ী কবির আহাম্মদ জানান, নিমসার সংলগ্ন মোকাম, কেদারপুর, পাচকিত্তা, হালগাঁও গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। প্রতিদিন এ পথে শত শত ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, অটোরিকশা, মাইক্রোবাস চলাচল করলেও সড়কটি এখন খানাখন্দে ভরপুর থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। এ পথে চলাচলকারী মানুষের দুর্ভোগের যেন সীমা নেই। অত্যন্ত ব্যস্ত এ সড়ক সওজের আওতাধীন হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু করার নেই। তবে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় বিষয়টি তোলা হবে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই রাব্বী বলেন, সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অধিকাংশের সংস্কারকাজ শেষ হয়ে গেছে। বৃষ্টির কারণে অবশিষ্ট কাজ শেষ করতে সমস্যা হচ্ছে। তবে অবশিষ্ট কাজ কম সময়ে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT