1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে

করোনায় বিপুল লোকসানে এমিরেটস গ্রুপ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

করোনা মহামারিতে পুরো বছর ফ্লাইট চলাচল ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার ফলে রাজস্ব আয়ে ব্যাপক অবনতি হয়েছে এমিরেটস এয়ারলাইনস, ডানাটাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপের। গত ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের গ্রুপের ক্ষতির পরিমাণ ছয় বিলিয়ন ইউএস ডলার। গ্রুপের ২০২০-২১ অর্থবছরের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৩০ বছরেরও অধিক সময় পর গ্রুপটি প্রথমবারের মতো আর্থিক ক্ষতির শিকার হয়েছে। গত বছর অবশ্য তারা ৪৫৬ মিলিয়ন ডলার মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছিল। গ্রুপের রাজস্ব আয় ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৯.৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
গ্রুপের অন্যতম সদস্য এমিরেটস এয়ারলাইনসের ক্ষতির পরিমাণ ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এয়ারলাইনসটির মুনাফা ছিল ২৮৮ মিলিয়ন ডলার। এই সময়ে এয়ারলাইনসটির যাত্রী ও কার্গো পরিবহন ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে।
করোনা অতিমারিতে ফ্লাইট চলাচল ও ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা ছাড়াও ইউএই সরকার ২০২০ সালের ২৫ মার্চ থেকে প্রায় আট সপ্তাহের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এসব কিছুই এয়ারলাইনসটির রাজস্ব আয়ে ব্যাপক প্রভাব ফেলে। রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৮.৪ বিলিয়ন ডলারে নেমে আসে।
এ সময়ে অবশ্য এয়ারলাইনসটির কার্গো পরিবহন শাখা—এমিরেটস স্কাইকার্গোর রাজস্ব আয় পূর্ববর্তী বছরের ৫৩ শতাংশ বেড়ে ৪.৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়। অতিমারিকালে বিশ্ববাজারে আকাশপথে মালপত্র পরিবহনে বর্ধিত চাহিদা কাজে লাগিয়ে এমিরেটস স্কাইকার্গো এই রাজস্ব আয়ে সমর্থ হয়।
গ্রুপের অন্য প্রতিষ্ঠান ডানাটা প্রথমবারের মতো ক্ষতির শিকার হয়েছে এবং এর পরিমাণ ৪৯৬ মিলিয়ন ডলার এবং রাজস্ব আয় ৬২ শতাংশ হ্রাস পেয়ে ১.৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT