চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সীতাকুন্ডের মাদামবিবিরহাট এলাকায় এসএন করপোরেশনের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।
সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, এসএন করপোরেশনের বিস্ফোরণের ঘটনায় চার জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।তিনি আরও জানান, পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে। বিস্ফোরণ কীভাবে ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) পুলিশ বক্সের নায়েক মো. হামিদ জানান, পোড়া জখম নিয়ে চার শ্রমিক সিএমসিএইচে ভর্তি হয়েছেন।
Leave a Reply