কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আজ সোমবার ভোর ছয়টায় জেলার চান্দিনা বাস ষ্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাস চালক আব্দুল মতিন (৫৫) এবং হেলপার রিফাত (২০)। নিহত আব্দুল মতিনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নজিরপুর গ্রামে এবং রিফাত একই এলাকার আবুল বাশারের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ সোমবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে সিডিএম ট্রাভেলসের একটি বাস। অতিরিক্ত গতি নিয়ে চালানোর কারণে চান্দিনার স্টেশন এলাকার কাছাকাছি এসে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে।
হাইওয়ে পুলিশশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ্ আহম্মেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বাসের সুপারভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply