করোনা মহামারীর মধ্যেই চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২০২০-২০২১ অর্থবছরে ৩০ লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের হিসাব অনুযায়ী চলতি ২০২০-২০২১ অর্থবছরের গত বৃহস্পতিবার পর্যন্ত ৩০ লাখ ৩৩ হাজার ৬৯৬ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এরমধ্যে আমদানি পণ্যের কন্টেইনার এসেছে ১৫ লাখ ২৫ হাজার টিইউএস। রফতানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৫ লাখ ৮ হাজার টিইউএস।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সংকটের এই সময়ে পুরোদমে চালু ছিল বন্দর। বিশ্বের বন্দরগুলোর মধ্যে কয়েকটি বন্দরের ৩০ লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড আছে। যাদের আছে আমরা তাদের কাতারে পৌঁছালাম। এতে আমাদের র্যাংকিংটা আরও বাড়বে।
Leave a Reply