মিসরের সঙ্গে ক্ষতিপূরণ চুক্তি স্বাক্ষরের পর সুয়েজ খাল থেকে ছাড়া পেয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে পণ্যবাহী জাহাজ এভার গিভেন। এর আগে তিন মাসেরও বেশি সময় (১০৬ দিন) খালের নিকটবর্তী ইসমাইলিয়া শহরে এটিকে আটকে রাখা হয়। জাহাজটির মালিক পক্ষের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি মিসরীয় কর্তৃপক্ষ। তবে এটি ছাড়ার আগে ৫৫ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত মার্চে ‘এমভি এভার গিভেন’ নামে ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় আড়াআড়িভাবে আটকে পড়ে। এতে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক নৌপথ সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে জাহাজটি সরিয়ে নিয়ে নৌপথ চলাচল উপযোগী করা হলেও ক্ষতিপূরণের দাবিতে এটিকে আটকে রাখে মিসরীয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে এভার গিভেন জাহাজটি উত্তর দিতে ভূমধ্যসাগরের দিকে রওনা দেয়। জাহাজটিতে এখনও প্রায় ১৮ হাজার তিনশ’ কন্টেইনার রয়েছে। মিশরের পোর্ট সায়িদে জাহাজটির নিরাপত্তা খতিয়ে দেখা হবে। পরে এটি নেদারল্যান্ডসের রটেরডাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে কন্টেইনারগুলো খালাস করার কথা রয়েছে।
Leave a Reply