আগামীকাল ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। গতকাল রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, ‘অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে। তবে কাউন্টারে কোন টিকিট বিক্রি হবে না। ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে।’
যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দুই দিন পর (১৭ জুলাই) থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও জামালপুরে রুটে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে পহেলা জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্য পরিবহনে পণ্যবাহী ট্রেন ও আম পরিবহনের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
Leave a Reply