পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে দুদকের করা মামলায় তাঁদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন আদালত।
আজ রবিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই রায় দেন। আদালতের দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন দুই আসামি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
Leave a Reply