গাড়ি বিক্রিতে বরাবরই এগিয়ে থাকে জাপানি প্রতিষ্ঠান টয়োটা। চলতি বছরের প্রথম ভাগেও ৫৪ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রির রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে টয়োটা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি করা গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহমারিতে বৈশ্বিক অর্থনৈতিক পতনের পাশাপাশি চলছে চিপ সংকট। যা গাড়ি কম্পানিগুলোর জন্যও দুশ্চিন্তার কারণ। এর মধ্যেও দ্বিতীয় বছরের মতো এ বছরের প্রথম ভাগে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার মুকুট ধরে রেখেছে টয়োটা। এর আগে ২০১৯ সালের প্রথমার্ধে টয়োটা বিশ্বজুড়ে রেকর্ড প্রায় ৫৩ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছিল।
কিন্তু চলতি বছর জানুয়ারি-জুন সময়কালে টয়োটা বিশ্বব্যাপী ৫৪ লাখ ৬৭ হাজার ২১৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১.৩ শতাংশ বেশি। এ পরিসংখ্যানে সংস্থাটির সাব-ব্র্যান্ড মিনি কার নির্মাতা দাইহাটসু মোটর ও ট্রাক নির্মাতা হিনো মোটরসের গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাটির মূল বাজার যুক্তরাষ্ট্র ও চীনে শক্তিশালী বিক্রির বিষয়টি এ রেকর্ড তৈরিতে অবদান রেখেছে। সংস্থাটির এক কর্মকর্তা জানান, টয়োটা বিশ্বজুড়ে চিপ ঘাটতির প্রভাব সীমিত করতে সক্ষম হয়েছে।
এ সময়ে আরেক গাড়ি নির্মাতা ফোকসভাগেন ৪৯ লাখ ৭৮ হাজার ২০০ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭.৯ শতাংশ বেশি। গাড়ি নির্মাতা নিশান ও মিত্সুবিশি এখনো তাদের গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে তাদের সংখ্যাটি টয়োটার চেয়ে অনেক পিছিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। সূত্র : কিয়োদো নিউজ।
Leave a Reply