বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান অবস্থায় একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান কুতুবদিয়া হতে ৫ মাইল অদূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে।
আইএসপিআর জানায়, গত ১ আগষ্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরতে সমুদ্রে যায়। পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিন দিন সমুদ্রে অবস্থান করে। বোটের মাস্টার ৯৯৯ এ ফোন করে জানালে সেখান থেকে নৌবাহিনীকে জানানো হয়। সমুদ্রে টহলে থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে। গতকাল উদ্ধারকৃত জেলেদের বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply