সামিট অয়েল অ্যান্ড শিপিং কম্পানি যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএনজির সঙ্গে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে এলএনজি সরবরাহের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় সামিট অয়েল অ্যান্ড শিপিং ২০ বছর পর্যন্ত লুসিয়ানার ক্যামেরনে অবস্থিত কমনওয়েলথের ৮.৪ এমটিপিএ ক্ষমতাসম্পন্ন দ্রুত উন্নয়নাধীন অবকাঠামো থেকে সম্ভাব্য বছরে ১০ লাখ টন এলএনজি ক্রয় করতে পারবে।

সামিট অয়েল অ্যান্ড শিপিং সামিট গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীরবিক্রমের উপস্থিতিতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী সামিট অয়েল অ্যান্ড শিপিং এবং কমনওয়েলথ এলএনজির এই সমঝোতা চুক্তি স্বাক্ষরকে সাধুবাদ জানিয়ে এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান জ্বালানিবিষয়ক সহযোগিতা আরো বেগবান করবে বলে আশা প্রকাশ করেন।
সামিট গ্রুপ অব কম্পানিজের ভাইস চেয়ারম্যান ফরিদ খান বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত এই পদক্ষেপ নিতে পেরে। এটি বাংলাদেশের জন্য এলএনজির উৎসে বৈচিত্র্য আনবে।’
Leave a Reply