1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে

বিশ্বের সেরা কাতারের হামাদ বিমানবন্দর > স্কাইট্র্যাক্সের বার্ষিক র‍্যাংকিং

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

প্রায় এক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের এক নম্বর বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান হারাল সিঙ্গাপুরের চাঙ্গাই বিমানবন্দর। আর সেই স্থানটি দখল করে নিয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর বার্ষিক তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স।
‘২০২১ কভিড-১৯ এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর তালিকায় এ বছর গ্রাহকদের ভোটে ৩৯টি বিমানবন্দরের নাম উঠে এসেছে। শীর্ষ ১০টির মধ্যে ২০২১ সালে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চাঙ্গাই বিমানবন্দরকে। আর দ্বিতীয় স্থানে রয়েছে টোকিও হানেদা বিমানবন্দর। চতুর্থ স্থানে দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর, পঞ্চম টোকিও নারিতা বিমানবন্দর, ষষ্ঠ মিউনিখ বিমানবন্দর, সপ্তম জুরিখ বিমানবন্দর, অষ্টম স্থানে লন্ডন হিথরো বিমানবন্দর, নবম কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং দশম স্থানে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর।
হামাদ বিমানবন্দর কয়েক বছর ধরেই র্যাংকিংয়ে ধাপে ধাপে ওপরে উঠছিল। কাতার সরকার এই বিমানবন্দর ও কাতার এয়ারওয়েজে প্রচুর বিনিয়োগ করার ফলাফল হামাদের এই শীর্ষস্থান অর্জন। হামাদ বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট থাকা যাত্রীদের জন্য বিনা মূল্যে শহর ভ্রমণ, থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এ ছাড়া একটি ভিআইপি ট্রান্সফার সেবাও আছে, যার অংশ হিসেবে বিমানবন্দরে নামার পর এয়ারলাইনসের কর্মীরা দর্শনার্থীদের গাইড করেন এবং পরবর্তী ফ্লাইটে পৌঁছে দেন।
এ বছর ভোট দেওয়ার ক্ষেত্রে গ্রাহকরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে—কভিড-১৯ তথ্যসেবা, ফেস মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা, হ্যান্ড সেনিটাইজারের সহজলভ্যতা, সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা, সিটে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কার্যপ্রণালী, টার্মিনালের পরিচ্ছন্নতা এবং ওয়াশরুমের পরিচ্ছন্নতা।
২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পরিচালিত জরিপের মাধ্যমে নির্বাচিত বিশ্বসেরা বিমানবন্দরগুলোর বেশির ভাগই ইউরোপ ও এশিয়ার। এর মধ্যে তিনটি বিমানবন্দরই জাপানের। ফলে জাপান সব মিলিয়ে বিমানবন্দরের ক্ষেত্রে বেস্ট-রেটেড দেশ নির্বাচিত হয়েছে। সূত্র : সিএনএন মানি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT